পুরস্কৃত হলেন পরমাণু শক্তি কেন্দ্রের ২ শ্রেষ্ঠ গবেষক

১৫ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৩৪  
বাংলাদেশ পরমাণু শক্তির ওপর গবেষণা নিবন্ধন লেখে শ্রেষ্ঠ গ্রবেষণার পুরস্কার জিতে নিয়েছেন পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার দুই বিজ্ঞানী। নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধের জন্য যৌথভাবে পুরস্কার ও সম্মাননা গ্রহন করেছেনন পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ সফিউর রহমান ও ডঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরমাণু শক্তি কেন্দ্র মিলনায়তনে শ্রেষ্ঠ বিজ্ঞানীদের হাতে এই সম্মাননা তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এসময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. আজিজুল হক তার সঙ্গে উপস্থিত ছিলেন। ঢাকার গবেষণাগারে ২০২১-২০২২ অর্থবছরে সম্পাদিত গবেষণা প্রবন্ধসমূহের মধ্যে শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য বিজ্ঞানীদের প্রতিযোগিতামূলক গবেষণায় অংশগ্রহণ করার জন্য ভূয়সী প্রশংসা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে ভবিষ্যতে আরো কার্যকর গবেষণা কাজ করে জাতিকে উপকৃত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। মন্ত্রী বলেন,  বঙ্গবন্ধু বাংলাদেশের ভবিষ্যত বিজ্ঞান ও প্রযুক্তির রোডম্যাপের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, তার ভাবনা অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছেন।